ক্রুজসেবা চালু করতে মামলার হুমকি ফ্লোরিডার

মার্কিন ক্রুজসেবা পুনরায় চালুর ওপর বিধিনিষেধ এখনো বলবৎ রেখেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। তবে নভেম্বর পর্যন্ত অপেক্ষায় মোটেও রাজি নন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। অসংখ্য ফ্লোরিডাবাসী ক্রুজসেবায় যুক্ত থেকে জীবিকা নির্বাহ করে জানিয়ে গভর্নর হুমকি দিয়েছেন, রাজ্য বর্তমানে আইনগত দিকগুলো খতিয়ে দেখছে এবং ফেডারেল সরকারের বিরুদ্ধে সম্ভবত মামলাও করতে যাচ্ছে।

অলাভজনক বাণিজ্য সংগঠন ফ্লোরিডা পোর্টস কাউন্সিল জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে যাত্রী কমে যাওয়ায় রাজ্যের ১ লাখ ৬৯ হাজার মানুষ কাজ হারিয়েছে। অর্থনৈতিক কার্যক্রমে ক্ষতি হয়েছে ২৩ বিলিয়ন ডলার। সংগঠনটির তথ্য অনুযায়ী, ফ্লোরিডার ১৫টি গভীর সমুদ্রবন্দর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৯ লাখ মানুষের কাজ জোগায় এবং অর্র্থনীতিতে ১১৭ বিলিয়ন ডলার অবদান রাখে। এ বন্দরগুলোর অধিকাংশই ক্রুজসেবার সঙ্গে যুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here