বন্দর অবকাঠামো পরিকল্পনায় ভারতের ৮২ বিলিয়ন ডলার

ভারতের বন্দরগুলোয় ৮ হাজার ২০০ কোটি (৮২ বিলিয়ন) ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারত সরকার। সাগরমালা নামের এ প্রকল্প ২০৩৫ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন থাকবে। প্রকল্পের মোট সংখ্যা হবে ৫৮৪টি।

মেরিটাইম ইন্ডিয়া সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমুদ্র বাণিজ্যের জন্য অবকাঠামো উন্নয়নে বিশাল আকারের সরকারি ও বেসরকারি এ প্রতিশ্রুতির ঘোষণা দেন। বিদেশি বিনিয়োগ ইঙ্গিত করে তিনি বলেন, ‘চারশ ভিন্ন ভিন্ন প্রকল্পে আরও ৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। বন্দর খাতে আমরা বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করব; আহ্বান জানাব আমাদের বন্দরে, আমাদের জনগণের ওপর বিনিয়োগ করতে।’

বিনিয়োগ পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে বন্দরগুলোর বিদ্যুৎ চাহিদার অর্ধেক নবায়নযোগ্য শক্তি থেকে সরবরাহ করতে অবকাঠামো উন্নয়ন করা হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here