জ্বালানির উচ্চ ব্যয় ওশান ক্যারিয়ারগুলোর বাংকার সারচার্জ বাড়িয়ে তুলছে। তাতে নাভিশ্বাসে শিপাররা, যারা এরই মধ্যে রেকর্ড ফ্রেইট রেট ও অতিরিক্ত বিভিন্ন ফি’র কারণে বিপর্যস্ত।
স্বল্প সালফারযুক্ত জ্বালানি তেলের (এলএসএফও) দাম এখন ৫০০ ডলার ছুঁই ছুঁই। বছর শুরুর চেয়ে যা ২৫ শতাংশ বেশি আর গত নভেম্বরের তুলনায় ৬০ শতাংশ। এদিকে স্ক্রাবার ব্যবহারকারী যে জাহাজগুলো জ্বালানি তেল ব্যবহার করে, সেই ভারী জ্বালানি তেল (এইচএফও) এবং স্বল্প সালফারযুক্ত জ্বালানি তেলের দামের পার্থক্য নভেম্বরের টনপ্রতি ৫০ ডলার থেকে এখন ১০০ ডলার। অন্যদিকে এশিয়া ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের মধ্যে কনটেইনার স্পট রেট মাত্র বছরের ব্যবধানে বেড়েছে ২৫০ শতাংশের বেশি। আর এশিয়া থেকে উত্তর ইউরোপে বেড়েছে ৪ গুণ। বাংকার সারচার্জ বাড়াতে এ দুটি বিষয় মুখ্য ভূমিকা রেখেছে।