বিলিয়ন বিলিয়ন ডলার খনন ব্যয় কমাবে রোবট

তেল ও গ্যাস খাতে খননকাজে ২০৩০ নাগাদ লাখ লাখ কর্মীর জায়গা নিতে পারে রোবট। তাতে খনন ব্যয় বিলিয়ন বিলিয়ন ডলার কমতে পারে বলে জানিয়েছে নরওয়ের এনার্জি ইন্টেলিজেন্স ফার্ম রিস্টাড এনার্জির এক প্রতিবেদন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এমনকি করোনাভাইরাসের প্রভাব থেকে আমরা যখন পুরোপুরি মুক্ত হব, তখনো অপারেটরদের ব্যয় কমানোর নতুন নতুন পথ খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখতে হবে, যেন ভবিষ্যতে বাজার পড়ে গেলেও ভালো অবস্থায় থাকা যায়।

পেট্রোলিয়াম খাতে রোবোটিকসের ব্যবহার নিয়ে তৈরি ওই প্রতিবেদনে রিস্টাড দেখেছে, বিদ্যমান উদ্ভাবন বা সলিউশনগুলোই ২০৩০ নাগাদ বৈশ্বিক তেল ও গ্যাস খাতের লাখ লাখ কর্মীর জায়গায় কাজ করতে পারে, যেখানে ব্যয় কমানো সম্ভব শত শত কোটি ডলার। তবে এ রূপান্তরের ক্ষেত্রে প্রয়োজন হবে গোটা শিল্পের পক্ষ থেকে এক সামগ্রিক প্রচেষ্টা বা উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here