সেই ভাইকিংসদের সময় থেকেই সমুদ্রযাত্রায় অপ্রতিরোধ্য নরওয়ে। দেশটির জাহাজমালিক ও গবেষকরা সময়ে সময়ে মেরিটাইম প্রযুক্তির ভিত্তিটাকেই চ্যালেঞ্জ জানিয়ে সামনে এনেছে এমনসব উদ্ভাবন, যা আগে কখনো দেখেনি বিশ্ব।
এবারের গল্পটি একটি টানেলের। তবে যেনতেন টানেল নয়, এটা নির্মাণ করা হচ্ছে কেবলই জাহাজের জন্য। কয়েক বছরের পরিকল্পনা শেষে দেশটির কোস্টাল অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে, স্টাড শিপ টানেল নির্মাণকাজ শুরুর অনুমতি তারা পেয়ে গেছে।
প্রকল্পটি নির্মাণে সময় লাগবে তিন থেকে চার বছর। নির্মাণ শেষে জাহাজগুলো নরওয়ের উপকূলসীমা নেভিগেশনে বিভিন্ন অঞ্চলকে পাশ কাটিয়ে চলাচল করতে পারবে। প্রকল্প ব্যয় নির্বাহে বেশ কয়েকটি স্টার্ট-আপ তহবিল থেকে সাড়ে ৩২ কোটি ডলার সংগ্রহ করে বিনিয়োগ করছে নরওয়েজিয়ান কোস্টাল অ্যাডমিনিস্ট্রেশন।