বিশ্বের প্রথম শূন্য নির্গমন কার্গো জাহাজ

বায়ু ও হাইড্রোজেন শক্তিচালিত বিশশ্বের প্রথম শূন্য নির্গমন কার্গো জাহাজ নির্মাণের আনুষ্ঠানিকতা এখন শেষ। প্রকল্পের নাম ‘উইথ অর্কা’, চলবে শুধু প্রকৃতির শক্তিতে। ছয় মাসের প্রতিযোগিতা শেষে আগ্রহী ৩১টি জাহাজনির্মাতা প্রতিষ্ঠানের মধ্য থেকে বেছে নেয়া হয়েছে বিজয়ীকে। আশা করা হচ্ছে, এ বছরেই শেষ হবে ডিজাইনের কাজ, যেন ২০২৪ সালেই সাগরে ভাসতে পারে জাহাজটি।

জাহাজটির প্রয়োজনীয় শক্তির বড় অংশ আসবে বায়ুশক্তি থেকে। দুটি বিশাকৃতির রোটর সেল বায়ুশক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করবে। জাহাজটি চলবে মূলত উত্তর সাগরের উন্মুক্ত জলরাশিতে, যেখানকার বায়ু এ ধরনের প্রপ্রালশনের উপযোগী। বায়ুশক্তির পাশাপাশি থাকবে হাইড্রোজেন-জ্বালানির অভ্যন্তরীণ কমবাশান ইঞ্জিন। সংকুচিত আকারে এ হাইড্রোজেন জাহাজেই থাকবে।

প্রকল্পটির অংশীদারিত্বে রয়েছে নরওয়ের দুটি কোম্পানি: হাইডেলবার্গ সিমেন্ট নরওয়ে এবং ফেলেস্কিপেত এগ্রি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here