যুক্তরাজ্যের বন্দরগুলো এখন কনটেইনারের স্তূপে পরিণত হয়েছে। ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য প্রতিবন্ধকতা এবং চলমান জটে পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে, ইউরোপের বড় অন্য কোনো বন্দর কখনো তা প্রত্যক্ষ করেনি। কনটেইনার ট্রেডিং প্লাটফর্ম কনটেইনার এক্সচেঞ্জ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের শুরু থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশটির নেতৃস্থানীয় কনটেইনার টার্মিনালগুলো বিশে^র অধিকাংশ বন্দরের মতোই গত বছরের মহামারি-তাড়িত উচ্চ আমদানির মতো পরিস্থিতি সামলাতে হিমশিম খায়। এতে হলারস ও ভেসেলগুলো বিলম্বে পড়ে। পাশাপাশি বন্দরগুলোয় জমতে থাকে কনটেইনারের স্তূপ।
কনটেইনার এক্সচেঞ্জের বিশ্লেষণে দেখা গেছে, ১ জানুয়ারি ইইউ থেকে বেরিয়ে দেশটি নিজস্ব শুল্ক ব্যবস্থা ও রীতিতে বাণিজ্য সম্পাদন শুরুর পর থেকে কনটেইনারজট আরও বেড়েছে।