চলমান শ্রমিক বদল সংকটের পাশাপাশি কোভিড টিকা প্রদানে জাহাজিরা অগ্রাধিকার না পাওয়ায় ড্রাই বাল্ক খাত চরম বিপর্যয়ে পড়েছে। বিশ্বের ড্রাই বাল্ক জাহাজমালিকদের নেতৃত্ব প্রদানকারী সংস্থা ইন্টারকার্গো এ পরিস্থিতিতে নাবিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান কার্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে।
বিশ্বের কিছু বন্দরে জাহাজে আরোহণকারী প্রত্যেকের টিকা নেওয়া থাকা বাধ্যতামূলক। অনেক ক্ষেত্রে বিশেষ একটি টিকা নেওয়ার ক্ষেত্রে চাপাচাপি করা হয়। ইন্টারকার্গো এ পরিস্থিতিকে গোটা শিল্পের জন্য গভীর এক সমস্যা হিসেবে দেখছে। সংগঠনটি বলছে, জাহাজিদের সবচেয়ে বড় অংশটি আসে উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানকার অনেকগুলোয় এখনো টিকাকরণ কার্যক্রম শুরুই হয়নি। শিপিংয়ের অন্যান্য খাতের চেয়ে অনেক বন্দরে ড্রাই বাল্ক শিল্প ভুগছে সবচেয়ে বেশি এবং সংশ্লিষ্ট বন্দরদেশগুলোর জাতীয় টিকাকরণ নীতিমালার কৃপার ওপর থাকতে হচ্ছে।