মিশরে প্রথম নারী হিসেবে সি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন মারওয়া এলসেলেহদার। ফিজিক্যাল ও মেডিকেল টেস্ট এবং ব্যক্তিগত সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার পর তবেই ক্যাপ্টেন হিসেবে যোগদানের সুযোগ পেয়েছেন তিনি।
শ্রমিক সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে কাতারের একটি শিপিং কোম্পানির মালিকানাধীন দুটি জাহাজকে আটকে রেখেছে অস্ট্রেলিয়ার মেরিটাইম অথরিটি। জাহাজ দুটিতে আটকা পড়া ক্রুদের মুক্ত করতে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন।
চীনের একটি গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পে একটি ভাসমান টারবাইনকে ফিক্সড ইউনিটের সঙ্গে যুক্ত করতে ডায়নামিক ক্যাবল সরবরাহের দায়িত্ব পেয়েছে ওরিয়েন্ট ক্যাবল। ৫ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ওই ভাসমান টারবাইন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।
ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম ২০২০ সালে ১৭৫ কোটি মার্কিন ডলার নিট মুনাফা অর্জন করেছে, যেখানে আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ২২ কোটি ৯০ লাখ ডলার।
ব্রাজিলে গত ১০ বছরের মধ্যে এবারই সয়াবিন সংগ্রহে সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে। এর চাপ গিয়ে পড়েছে সান্তোস পোর্টে। সেখানে লোডিং স্লট পেতে সয়াবিন ও চিনি রপ্তানিকারকদের রীতিমতো গলদ্ঘর্ম হতে হচ্ছে।
১৫ হাজার টিইইউ ধারণক্ষমতাসম্পন্ন নতুন ২০টি কনটেইনার জাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছে তাইওয়ানভিত্তিক কনটেইনার শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন। প্রতিটি জাহাজ নির্মাণে সাড়ে ১১ কোটি থেকে ১৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
বায়োফুয়েল ব্যবহার করে ইউরোপ থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত পাড়ি দিয়েছে গাড়ি পরিবহনকারী জাহাজ হোগ ট্রিগার। হোগ অটোলাইনারসের এই বিশালাকার জাহাজটির পরীক্ষামূলক যাত্রা নির্বিঘœ হওয়ায় কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ আরও ত্বরান্বিত হবে।
মার্কিন পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ট্যাংকার অপারেটর ইন্টারন্যাশনাল সিওয়েজ ও ডায়মন্ড এস শিপিং এবার একীভূত হচ্ছে। মিলিতভাবে প্রায় ১০০টি ট্যাংকারের বহর নিয়ে শীর্ষ কোম্পানিতে পরিণত হবে তারা।
প্রতি বছরই বন্দর অবকাঠামো উন্নয়ন কর্মসূচির অধীনে বিভিন্ন প্রকল্পে অনুদান দিয়ে থাকে ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন। চলতি বছর তারা বন্দর উন্নয়ন ও ইন্টারমোডাল সংশ্লিষ্ট প্রকল্পগুলোয় অর্থায়নের জন্য বিভিন্ন রাজ্য ও বন্দর কর্তৃপক্ষকে মোট ২৩ কোটি মার্কিন ডলার দেবে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পোর্ট অব লং বিচ বন্দর দিয়ে রেকর্ড ৭ লাখ টিইইউর বেশি কনটেইনার পরিবহন হয়েছে। করোনায় থমকে থাকা কার্যাদেশ চালু এবং অনলাইন পণ্যের চাহিদা বেড়ে যাওয়াতেই বন্দরটির ব্যস্ততা বেড়েছে।