সাগরে বর্জ্য ফেলায় অস্ট্রেলিয়ায় জাহাজকে জরিমানা
জাহাজ থেকে সাগরের পানিতে বর্জ্য ফেলার জন্য একটি বাল্ক ক্যারিয়ারের চিফ অফিসার ও মালিকপক্ষকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেছে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি। ২০১৮ সালে আয়রন গেট নামের লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি ব্রিসবেন থেকে গ্ল্যাডস্টোন যাওয়ার পথে লেডি ইলিয়ট আইল্যান্ডের কাছে এই বর্জ্য ফেলে। জাহাজটির চিফ অফিসার এই কাজের অনুমোদন দেয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বলছে, তাদের যে জরিমানা করা হয়েছে, তার অংকটা কম হলেও এটি অন্যান্য জাহাজের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
বিদ্যুৎ চালিত গবেষণা জাহাজ নির্মাণ করবে চীন
সমুদ্রসম্পদ নিয়ে গবেষণা আরও জোরদার করতে চাইছে চীন। এ লক্ষ্যে দেশটি বিশালাকার একটি সায়েন্টিফিক রিসার্চ ভেসেল নির্মাণের ঘোষণা দিয়েছে। চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন (সিএসএসসি) ও গুয়াংডং ইনস্টিটিউট অব ইন্টেলিজেন্ট আনম্যানড সিস্টেম সম্প্রতি এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তারা এই জাহাজ দিয়ে দক্ষিণ চীন সাগরে গবেষণা পরিচালনার পরিকল্পনা করছে। জাহাজটিতে থাকবে ইলেকট্রিক প্রপালশন সিস্টেম। এ ছাড়া ডিপি২ ডায়নামিক পজিশনিং সিস্টেমসহ আরও বেশকিছু আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে এ জাহাজে।
জাহাজজটে সিঙ্গাপুর বন্দরে পণ্য হ্যান্ডলিংয়ে বিলম্ব
পোর্ট অব সিঙ্গাপুরে পণ্য হ্যান্ডলিংয়ের চাপ বেড়ে যাওয়ায় সেখানে জাহাজের অবস্থানকাল বেড়ে গেছে। বন্দরটিতে এখন একটি জাহাজের পণ্য খালাস করে জেটি ছেড়ে যেতে দ্বিগুণ সময় লাগছে। আর কার্গো রোলওভারের ক্ষেত্রে সপ্তাহখানেক সময়ও লেগে যাচ্ছে। বন্দরসংশ্লিষ্টরা জানিয়েছেন, জাহাজজটের কারণে পণ্য হ্যান্ডলিংয়ে বিলম্ব হচ্ছে। এজন্য ফিডার জাহাজ ও মেইনলাইন ভেসেলগুলোর মধ্যে টাইমিং ঠিকঠাক হচ্ছে না। আর মেইনলাইন ভেসেলগুলো ওভারবুকড থাকায় ট্রান্সশিপমেন্ট কনটেইনারের রোলওভারেও বিলম্ব হচ্ছে।
সাইবার হামলায় হার্টিগ্রুটেনের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বেহাত
গত বছরের ডিসেম্বরে সাইবার হামলার শিকার হয় নরওয়ের সমুদ্রপথে যাত্রী পরিবহন কোম্পানি হার্টিগ্রুটেন। সেই ঘটনায় গ্রাহকদের ব্যক্তিগত কিছু তথ্য বেহাত হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হার্টিগ্রুটেন জানিয়েছে, সাইবার হামলার ওই ঘটনায় তাদের দুটি জাহাজ সম্পর্কিত তথ্যভা-ারে অনুপ্রবেশ করে হামলাকারী। বেহাত হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ। এ ছাড়া গ্রাহকদের ইমেইল আইডি, মেইলিং অ্যাড্রেস ও ফোন নম্বরও বেহাত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরব থেকে জ্বালানি আমদানি কমাবে ভারত
বিশ^ অর্থনীতির উত্তরণে সহায়তার জন্য জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি। তবে ওপেকের পক্ষ থেকে সেই আবেদন নাকচ করা হয়। ওপেকের এই সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব থেকে জ্বালানি তেল আমদানি কমানোর পরিকল্পনা করছে ভারতের রাষ্ট্রায়ত্ত রিফাইনার কোম্পানিগুলো। আগামী মে মাস নাগাদ আমদানি এক-চতুর্থাংশ কমানোর চিন্তা করছে তারা। বিষয়টিতে ওয়াকিবহাল সূত্র অনুযায়ী, ভারত সরকার জ¦ালানি তেল আমদানিতে মধ্যপ্রাচ্য-নির্ভরতা কমাতে চাইছে। এ কারণেই সৌদি আরব থেকে আমদানি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এলএনজি ও হাইড্রোজেনচালিত জাহাজের এন্ট্রি ফিতে ছাড় দিচ্ছে টোকিও পোর্ট
এলএনজি ও হাইড্রোজেনচালিত জাহাজগুলোর জন্য বন্দরে প্রবেশের ফিতে ছাড় দিচ্ছে টোকিও পোর্ট। মেরিটাইম সেক্টরে এই ধরনের জ¦ালানির ব্যবহার বৃদ্ধি উৎসাহিত করতেই এই উদ্যোগ নিয়েছে তারা। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা চালু থাকবে। এদিকে টোকিওর প্রতিবেশী দুই বন্দর ইয়োকোহামা ও কাওয়াসাকি বন্দর কর্তৃপক্ষও এলএনজিচালিত ও এলএনজি বাংকারিং জাহাজগুলোর জন্য প্রবেশ ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
রেফ্রিজারেটেড কনটেইনার ব্যবসা বিক্রি করবে মায়েরস্ক
কোভিড-১৯ মহামারির মধ্যে কোল্ড স্টোরেজ ইউনিটের চাহিদা অনেক বেড়ে গেছে। এ সুযোগে নিজেদের রেফ্রিজারেটেড কনটেইনার ব্যবসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডেনিশ শিপিং জায়ান্ট মায়েরস্ক। এ বিষয়ে কোম্পানিটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওয়াকিবহাল সূত্র অনুযায়ী, মায়েরস্ক কনটেইনার ইন্ডাস্ট্রির (এমসিআই) বিক্রয়মূল্য ১০০ কোটি মার্কিন ডলারে দাঁড়াতে পারে। ১৯৯১ সালে যাত্রা করা এমসিআই মূলত রেফ্রিজারেটেড কনটেইনার ও ইন্টারমোডাল ফ্রেইট ইন্ডাস্ট্রির জন্য রেফ্রিজারেশন মেশিন তৈরি করে।
প্রথম দেশ হিসেবে কনভেনশন ফর মেরিন এইডস টু নেভিগেশনে অনুমোদন সিঙ্গাপুরের
সিঙ্গাপুর সম্প্রতি কনভেনশন অন দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেরিন এইডস টু নেভিগেশন-এ অনুমোদন দিয়েছে। কনভেনশনটিতে স্বাক্ষর করার সপ্তাহখানেকের মাথায় এতে অনুমোদন দিল তারা। কনভেনশনটিতে অনুমোদন দেয়া বিশে^র প্রথম দেশ সিঙ্গাপুর। এই অনুমোদনের অর্থ হলো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেরিন এইডস টু নেভিগেশন অ্যান্ড লাইটহাউস অথরিটিজকে (আইএএলএ) একটি আন্তঃসরকারীয় সংস্থা হিসেবে মেনে নেয়া। ১৯৫৭ সালে যাত্রা করা আইএএলএ মেরিন এইডস টু নেভিগেশন, ভেসেল ট্রাফিক সার্ভিসেস ও ই- নেভিগেশনের টেকনিক্যাল স্ট্যান্ডার্ড নির্ধারণের ক্ষেত্রে বিশে^র শীর্ষস্থানীয় সংস্থা।
বিশালাকার অফশোর ফ্লোটিং সোলার ফার্ম স্থাপন করেছে সিঙ্গাপুর
৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার একটি পিক ফ্লোটিং সোলার ফার্ম স্থাপন সম্পন্ন করেছে সিঙ্গাপুর-ভিত্তিক সোলার এনার্জি ডেভেলপার সানসিপ গ্রুপ। জোহর প্রণালিতে স্থাপন করা এই ফার্ম বিশে^র অন্যতম বৃহৎ অফশোর সোলার ডেভেলপমেন্ট প্রকল্প। এই সাফল্য অঞ্চলটিতে আরও বেশি সংখ্যক অফশোর ফ্লোটিং ফটোভোল্টায়িক (ওএফপিভি) সিস্টেম স্থাপনে উৎসাহ জোগাবে বলে মনে করা হচ্ছে। সিঙ্গাপুরের মতো যেসব দেশে ভূখণ্ডের আয়তন প্রয়োজনের তুলনায় অপ্রতুল, সেসব দেশের জন্য নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে পারে এসব ওএফপিভি সিস্টেম।
মাইক্রোপ্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধে এমওএল ও এনওয়াইকে
সাগরে দূষণ ও ইকোসিস্টেমের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে মাইক্রোপ্লাস্টিক। আর তাই এই ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে জাপানি দুই শিপিং কোম্পানি মিৎসুই ওএসকে লাইনস (এমওএল) ও নিপ্পন ইউসেন কাইশা (এনওয়াইকে) লাইন। এমওএল তাদের নির্মাণাধীন একটি উডচিপ ক্যারিয়ারের সঙ্গে একটি মাইক্রোপ্লাস্টিক কালেকশন ডিভাইস সংযুক্ত করার পরিকল্পনা করছে। আর এনওয়াইকে এরই মধ্যে সাগরের বিস্তীর্ণ অঞ্চলে জরিপ চালিয়ে মাইক্রোপ্লাস্টিকের ১০০টি নমুনা সংগ্রহ করেছে।
ফিলিপাইনের সমুদ্রসীমায় অপহরণ-সংক্রান্ত সতর্কবার্তা জারি
সাম্প্রতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ফিলিপাইনের সমুদ্রসীমায় অপহরণের ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে আঞ্চলিক নিরাপত্তা জোট রিক্যাপ। সম্প্রতি ফিলিপাইনের নিকটবর্তী সুলু-সেলেবস সাগরে অনাকাক্সিক্ষত এক ঘটনার মুখোমুখি হয় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আকিজ পার্ল। এ সময় একটি স্পিডবোটে করে তিনজন দুষ্কৃতিকারী জাহাজে ওঠার চেষ্টা চালায়। তবে জাহাজের ক্যাপ্টেন তাদের বিতাড়িত করতে সক্ষম হন এবং ফিলিপাইনের কোস্ট গার্ডকে বিষয়টি জানান। কোস্ট গার্ড এই তথ্য রিক্যাপকে জানালে সংস্থাটি নতুন করে সাধারণ সতর্কবার্তা জারি করে।
হাইড্রোজেন প্রকল্পে কোরিয়া-সৌদি আরব অংশীদারিত্ব চুক্তি
নতুন একটি হাইড্রোজেন প্রকল্প গড়ে তুলতে দক্ষিণ কোরিয়ার হুন্দাই হেভি ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ¦ালানি কোম্পানি আরামকো। দেশ দুটি সম্প্রতি এ বিষয়ে একটি ইনোভেটিভ মাল্টি-পার্ট এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। এই প্রকল্প থেকে দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব উভয়ই উপকারভোগী হবে। দক্ষিণ কোরিয়ার জন্য হাইড্রোজেন উৎপাদনের একটি উৎস হিসেবে কাজ করবে এটি। আর প্রকল্পটিতে যে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হবে, তা নিজেদের তেল ক্ষেত্রগুলোয় উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহার করবে সৌদি আরব।