সমুদ্রের স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ

সাগরে দূষণ এবং ক্রমে বেড়ে চলা প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ব্যাক টু ব্লু’ নামের এক নতুন উদ্যোগে নাম লিখিয়েছে দ্য ইকোনমিস্ট গ্রুপ এবং নিপ্পন ফাউন্ডেশন। তিন বছর মেয়াদি এ যৌথ উদ্যোগে নজর এড়িয়ে যাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেয়া হচ্ছে। সামুদ্রিক প্রাণের বেঁচে থাকার প্রয়োজনীয় অনুপুষ্টি উপাদানের মধ্যে প্লাস্টিক ও রাসায়নিকের উপস্থিতি ইকোসিস্টেমের জন্য কতটা ক্ষতির কারণ হচ্ছে, সেদিকেও মনোযোগ দেবে ব্যাক টু ব্লু।

২০২১ সালের শুরুতে নিপ্পন ফাউন্ডেশনের সহযোগিতায় ইকোনমিস্ট গ্রুপ দুটি জরিপ পরিচালনার উদ্যোগ নেয়। সমুদ্র ঘিরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে অংশগ্রহণকারীদের মতামত ও তাদের অগ্রাধিকারগুলো আরও স্পষ্টভাবে জানতে জরিপ দুটি পরিচালনা করা হয়। এর একটিতে অংশ নেয় সংশ্লিষ্ট শিল্প ও সরকারি কর্মকর্তারা। অন্যদিকে সাধারণ জনগণের মতামত নেয়া হয়। বৈশি^ক সম্প্রদায়ের সামনে ব্যাক টু ব্লু উদ্যোগের প্রাসঙ্গিকতা তুলে ধরতেই ওই জরিপ পরিচালনা করা হয়।

প্রথম জরিপটিতে চার হাজার অংশগ্রহণকারী সবচেয়ে উদ্বেগজনক দুটি বিষয় হিসেবে প্লাস্টিক দূষণ (৫৯.৬% অংশগ্রহণকারী) ও রাসায়নিক দূষণকেই (৩৯.১% অংশগ্রহণকারী) চিহ্নিত করে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি অংশগ্রহণকারীদের উদ্বিগ্ন হওয়ার তৃতীয় কারণ হিসেবে উঠে আসে (৩১.১%)।

নতুন এ উদ্যোগটি ঘোষণার সময় প্রতিষ্ঠান দুটি জানায়, সামুদ্রিক প্রাণ ও বাস্তুব্যবস্থা আজ যে বিপণœতায় দাঁড়িয়ে তাতে বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি ও সমাধানের প্রয়োজনীয়তা আমরা সমানভাবে উপলব্ধি করি। ব্যাক টু ব্লু উদ্যোগ তারই প্রতিফলন। আমাদের লক্ষ্য হচ্ছে এমন এক প্লাটফর্ম গড়ে তোলা যেখান থেকে সমুদ্রের স্বাস্থ্য সুরক্ষা ও আরও বৈচিত্র্যময় করার উদ্যোগগুলো এগিয়ে নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here