সাইবার আক্রমণের ঝুঁকিতে ভারতীয় সমুদ্রবন্দর

ভারতীয় কর্তৃপক্ষ সম্প্রতি দেশটির বিদ্যুৎ খাতে চীনসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সাইবার আক্রমণ প্রতিহত করেছে। তবে আক্রমণের বিস্তার শুরু বিদ্যুৎ খাতে সীমিত নেই, নতুন খবর হচ্ছে ভারতের এক সমুদ্রবন্দরও ওই গোষ্ঠীর আক্রমণের লক্ষ্যবস্তুতে রয়েছে।

মার্কিন প্রতিষ্ঠান রেকর্ডেড ফিউচারের উদ্ধৃতি দিয়ে ড্রাইঅ্যাড গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় একটি বন্দরের নেটওয়ার্ক সিস্টেমের ন্যূনতম একটি সংযোগে ঢুকে পড়ে ওই হ্যাকাররা এবং বেশ কিছুদিন ধরেই তারা সিস্টেমে সক্রিয় ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে রেকর্ডেড ফিউচারের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টুয়ার্ট সলোমন জানান, তারা ‘রেডইকো’ নামের চীনসংশ্লিষ্ট একটি হ্যাকারগ্রুপ এবং ভারতীয় এক বন্দরের মধ্যে ‘হ্যান্ডশেক’ বা ট্রাফিক এক্সচেঞ্জ প্রত্যক্ষ করেছে। এর আগে রেডইকো ভারতের পাওয়ার গ্রিড স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here