শূন্য কার্বন প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার (আইএমও) কাছে ৫০০ কোটি ডলারের (৫ বিলিয়ন) একটি তহবিল গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বিশে^র শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে বাধ্যতামূলক চাঁদা আদায় করে এ তহবিল গঠন করা হবে। জর্জিয়া, গ্রিস, জাপান, লাইবেরিয়া, মাল্টা, নাইজেরিয়া, সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে এ প্রস্তাব আইএমও’র কাছে পাঠানো হয়েছে।
ব্যবহৃত প্রতি টন জ¦ালানির বিপরীতে দুই ডলার হিসেবে এ চাঁদা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে সংগ্রহ করা হবে। মারপল ষষ্ঠ সংযোজনীতে এরই মধ্যে প্রতিষ্ঠিত ‘ফুয়েল অয়েল ডেটা কালেকশন সিস্টেম’ ম্যাকানিজম ব্যবহার করে এ চাঁদা সংগৃহীত হবে। বিশ্বের নেতৃস্থানীয় জাহাজমালিকদের সংগঠন বিমকো, ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, আইএমসিএ, ইন্টারকার্গো, ইন্টারফেরি, ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং, ইন্টারট্যাঙ্কো, আইপিটিএ এবং ওয়ার্ল্ড শিপিং কাউন্সিলসহ আরও অনেক সংগঠন এ প্রস্তাবে সমর্থন দিয়েছে। প্রস্তাবে আইনগত ও প্রশাসনিক নানা বিষয় তুলে ধরা হয়েছে।
প্রস্তাবিত তহবিলের উদ্দেশ্য হচ্ছে, শূন্য কার্বন প্রযুক্তি বিশেষ করে মেরিটাইম শিল্পে প্রয়োগযোগ্য প্রযুক্তি (ওয়ার্কিং প্রটোটাইপ) নিয়ে গবেষণা ও উন্নয়নে সহযোগিতামূলক কর্মসূচিগুলোয় সহায়তা করা। পাশাপাশি এ তহবিলের মাধ্যমে উন্নয়নশীল বিশ^ বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে কার্বন ডাই-অক্সাইড হ্রাসের প্রকল্পে সহযোগিতা দেয়া হবে।
চলতি বছরের নভেম্বরে লন্ডনে অনুষ্ঠেয় আইএমও’র বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করা হবে। আইএমও বৈঠকের পরই যুক্তরাজ্যের গ্লাসগোকে অনুষ্ঠিত হবে পরবর্তী জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ ২৬)।