৫ বিলিয়ন ডলারের মেরিটাইম ফান্ড গঠনের তাগিদ

শূন্য কার্বন প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার (আইএমও) কাছে ৫০০ কোটি ডলারের (৫ বিলিয়ন) একটি তহবিল গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বিশে^র শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে বাধ্যতামূলক চাঁদা আদায় করে এ তহবিল গঠন করা হবে। জর্জিয়া, গ্রিস, জাপান, লাইবেরিয়া, মাল্টা, নাইজেরিয়া, সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে এ প্রস্তাব আইএমও’র কাছে পাঠানো হয়েছে।

ব্যবহৃত প্রতি টন জ¦ালানির বিপরীতে দুই ডলার হিসেবে এ চাঁদা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে সংগ্রহ করা হবে। মারপল ষষ্ঠ সংযোজনীতে এরই মধ্যে প্রতিষ্ঠিত ‘ফুয়েল অয়েল ডেটা কালেকশন সিস্টেম’ ম্যাকানিজম ব্যবহার করে এ চাঁদা সংগৃহীত হবে। বিশ্বের নেতৃস্থানীয় জাহাজমালিকদের সংগঠন বিমকো, ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, আইএমসিএ, ইন্টারকার্গো, ইন্টারফেরি, ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং, ইন্টারট্যাঙ্কো, আইপিটিএ এবং ওয়ার্ল্ড শিপিং কাউন্সিলসহ আরও অনেক সংগঠন এ প্রস্তাবে সমর্থন দিয়েছে। প্রস্তাবে আইনগত ও প্রশাসনিক নানা বিষয় তুলে ধরা হয়েছে।

প্রস্তাবিত তহবিলের উদ্দেশ্য হচ্ছে, শূন্য কার্বন প্রযুক্তি বিশেষ করে মেরিটাইম শিল্পে প্রয়োগযোগ্য প্রযুক্তি (ওয়ার্কিং প্রটোটাইপ) নিয়ে গবেষণা ও উন্নয়নে সহযোগিতামূলক কর্মসূচিগুলোয় সহায়তা করা। পাশাপাশি এ তহবিলের মাধ্যমে উন্নয়নশীল বিশ^ বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে কার্বন ডাই-অক্সাইড হ্রাসের প্রকল্পে সহযোগিতা দেয়া হবে।

চলতি বছরের নভেম্বরে লন্ডনে অনুষ্ঠেয় আইএমও’র বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করা হবে। আইএমও বৈঠকের পরই যুক্তরাজ্যের গ্লাসগোকে অনুষ্ঠিত হবে পরবর্তী জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ ২৬)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here