আইএমওর বায়োফাউলিং গাইডলাইনে অন্তর্ভুক্ত হচ্ছে ইন-ওয়াটার শিপ ক্লিনিং

জাহাজের বায়োফাউলিং নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিষয়ে ২০১১ সালে একটি গাইডলাইন জারি করেছিল ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। সংস্থাটি এখন সেই দিকনির্দেশনা পুনরায় পর্যালোচনা করে দেখছে, এতে কী কী পরিবর্তন বা সংশোধন আনা দরকার। সম্প্রতি বিমকো ও আইসিএস মিলে ইন-ওয়াটার শিপ ক্লিনিং-সংক্রান্ত একটি মানদ- প্রস্তুত করেছে। তারা এখন এই মানদ- আইএমওর সেই গাইডলাইনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

বায়োফাউলিং ব্যবস্থাপনাবিষয়ক গাইডলাইনটির পুনঃপর্যালোচনা করতে গিয়ে আইএমও নিজেও ইন-ওয়াটার ক্লিনিং সংশ্লিষ্ট ধারা আরও শক্তিশালী করার তাগাদা অনুভব করেছে। সংস্থাটি বলছে, বিমকো ও আইসিএস যে মানদ- প্রস্তুত করেছে, সেটি গাইডলাইনে অন্তর্ভুক্ত করা দরকার।

উল্লেখ্য, বিমকো ও আইসিএস এই প্রথম মেরিটাইম খাতে ইন-ওয়াটার ক্লিনিং সংক্রান্ত কোনো মানদ- প্রস্তুত করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here