বিশ্বজুড়ে মেরিটাইম ইন্ডাস্ট্রিতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে নিজেদের কার্যক্রমের ডিজিটালাইজেশনে একধাপ এগিয়ে গেল মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)। সম্প্রতি কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে ইলেকট্রনিক বিল অব ল্যাডিং (ইবিএল) চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বের প্রথম শিপিং কোম্পানি হিসেবে এ সেবা চালু করল এমএসসি।
এর আগে ২০১৯ সাল থেকে নির্দিষ্ট কিছু দেশে পাইলট প্রকল্প হিসেবে ইবিএল সেবার পরীক্ষা চালিয়ে সফল হয় এমএসসি। সেই সাফল্যের ওপর ভর করে এখন সারা বিশে^র গ্রাহকদের এই ডিজিটাল সলিউশন দিচ্ছে তারা।
শিপিং খাতকে সার্বিকভাবে ডিজিটালাইজড করার ক্ষেত্রে এমএসসির এই ইবিএল সলিউশন চালুকে বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডিজিটাল কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের হিসাব বলছে, ২০৩০ সাল নাগাদ ৫০ শতাংশ ক্ষেত্রেও ইবিএল কার্যকর করা গেলে এ খাতে প্রতি বছর সাশ্রয় হবে ৪০০ কোটি ডলারের বেশি।