কার্বন কর আরোপের পক্ষে বৈশ্বিক শিপিং সংগঠনগুলো

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নেতৃত্বে বৈশ্বিক শিপিং খাতে চলছে কার্বন নিঃসরণ কমানোর জোরালো প্রচেষ্টা। এরই অংশ হিসেবে গবেষণা ও উন্নয়ন খাতে ৫০০ কোটি ডলার তহবিল বরাদ্দ চায় বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং সংগঠনগুলো। জলবায়ু বিষয় সম্মেলনের আগে আরও একবার এ দাবি জানিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এ সম্মেলনে যোগ দেয়ার কথা।

এসব শিপিং সংগঠনের মধ্যে রয়েছে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল (বিমকো), ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং ও ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল। সম্মিলিতভাবে তারা বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের ৯০ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করে। এসব সংগঠন সরকারগুলোকে কার্বন কর আরোপের বিষয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানিয়েছে, যা তাদের দাবিকৃত তহবিল বরাদ্দের সুযোগ করে দেবে বলে মনে করছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here