কৃষ্ণ-মর্মর সংযোগকারী নতুন খাল খনন করছে তুরস্ক

বসফরাস প্রণালির সমান্তরালে একটি বিশালাকার খাল খননের পথে এগোচ্ছে তুরস্ক। ক্যানাল ইস্তাম্বুল নামের এই খালের ডেভেলপমেন্ট প্ল্যান এরই মধ্যে অনুমোদন করেছে সরকার। দেশটির পরিবেশমন্ত্রী মুরাদ কুরুম সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যানাল ইস্তাম্বুল কৃষ্ণ সাগরের সঙ্গে মর্মর সাগরের সংযোগ স্থাপনের মাধ্যমে পণ্য পরিবহন সক্ষমতা আরও বাড়াবে। খাল খননের এই প্রকল্পে প্রায় ৯০০ কোটি ডলার ব্যয় হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্যানাল ইস্তাম্বুল তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের চিন্তাপ্রসূত একটি প্রকল্প। ২০১১ সালে তিনি এই প্রকল্পের ঘোষণা দেন। কিন্তু বিভিন্ন পেশাজীবী সংস্থা ও এনজিওর পক্ষ থেকে তীব্র বাধা আসায় এর কার্যক্রম পিছিয়ে গেছে। তাদের দাবি, এই খাল খনন করা হলে ইস্তাম্বুল শহরে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার ঝুঁকি বেড়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here