কয়েক বছরের বিলম্বের পর চলতি বছরের ১৫ জুন আলোচিত লুমু পোর্টের বাণিজ্যিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া সরকার। তবে এই বন্দর ঘিরে সরকার কিছুটা উভয় সংকটে রয়েছে। বাণিজ্যিক জাহাজগুলোকে লুমু পোর্ট ব্যবহারে উৎসাহিত করা হবে কিনা, সেটি এখন সরকারের জন্য কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। কারণ সেক্ষেত্রে কেনিয়ার প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত মোম্বাসা পোর্ট থেকে যথেষ্ট পরিমাণে রাজস্ব আহরণ না হওয়ার ঝুঁকি রয়েছে।
৩৬ কোটি ৭০ লাখ ডলারে লুমু পোর্টের প্রথম তিনটি বার্থ নির্মাণ করা হয়েছে। এখন সেই বন্দরটি কেনিয়া সরকারের জন্য শে^তহস্তী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। বাণিজ্যিক জাহাজগুলো লুমু পোর্ট ব্যবহার করবে কিনা, সেই বিষয়ে সন্দিহান তারা।