করোনা মহামারির কারণে সারা বিশ্বের মতো স্থবির হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের পর্যটন খাতও। তবে দেশটির প্রমোদতরী অপারেটরদের জন্য আশার কথা শুনিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিস কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এবারের গ্রীষ্মের মাঝামাঝি সময়েই ক্রুজ ইন্ডাস্ট্রি প্যাসেঞ্জার অপারেশন পুনরায় শুরুর অনুমোদন দেয়ার কথা ভাবছে তারা।
মহামারির কারণে বছরখানেক ধরে ক্রুজ শিপিং কার্যক্রম বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্রে। সেটি পুনরায় চালুর পথে বড় বাধা ছিল সিডিসির নিষেধাজ্ঞা। তবে গত ৮ এপ্রিল ফ্লোরিডা ও পরে আলাস্কা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করলে সিডিসি বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সংস্থাটি জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া দ্রুততর সময়ে শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তারা।