জ্বালানি তেলের সর্বোচ্চ চাহিদার পূর্বাভাস কমিয়েছে রাইস্ট্যাড

সারা বিশ্ব পরিবহনসহ অন্যান্য খাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমানোর প্রচেষ্টা চলছে, যার ফলশ্রুতিতে বাড়ছে বিদ্যুৎসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি উৎসের ব্যবহার। এ কারণে সামনের বছরগুলোয় জ্বালানি তেলের চাহিদা বেশ খানিকটা কমে যাবে। নরওয়েভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রাইস্ট্যাড এনার্জি এমনটাই ধারণা করছে। প্রতিষ্ঠানটি জ্বালানি তেলের সর্বোচ্চ চাহিদার পূর্বাভাস দিনপ্রতি ১০ কোটি ১৬ লাখ ব্যারেলে (২০২৬ সালে) নামিয়ে এনেছে।

এর আগে ২০২০ সালের অক্টোবরে করা এক প্রাক্কলনে এ চাহিদা দিনপ্রতি ১০ কোটি ২২ লাখ ব্যারেলের (২০২৮ সালে) পূর্বাভাস করেছিল রাইস্ট্যাড। এছাড়া করোনা মহামারি শুরুর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, জ্বালানি তেলের সর্বোচ্চ চাহিদা ২০৩০ সালে দিনপ্রতি ১০ কোটি ৬০ লাখ ব্যারেল থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here