ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫০ মিটার গভীরে এর অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে সাবমেরিনটির ৫৩ আরোহীর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এরই মধ্যে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছে।
বালি সাগরে হারিয়ে যাওয়া কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটির ছয় টুকরো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। উদ্ধারকাজে অংশ নেয়া ইন্দোনেশীয় যুদ্ধজাহাজ সেই অঞ্চলটি স্ক্যান করে ধ্বংসাবশেষগুলো শনাক্ত করে।
ইন্দোনেশিয়ার সামরিক কমান্ডার জানান, সিঙ্গাপুর থেকে রেসকিউ জাহাজ এমভি সুইফট পানির নিচে ছবি তুলতে রিমোটচালিত গাড়ি (আরওভি) পাঠিয়েছিল। সাবমেরিনের বিভিন্ন অংশের যেসব ছবি পাওয়া গেছে, সেগুলো কেআরআই নাংগালা-৪০২ এর অংশ বলে নিশ্চিত হওয়া গেছে।