চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দক্ষিণ এশিয়ার জাহাজ ভাঙা ইয়ার্ডগুলোর কাছে মোট ১৫৫টি জাহাজ বিক্রি করা হয়েছে। আর আলোচ্য সময়ে এ খাতে মোট নয়জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠান শিপব্রেকিং প্লাটফর্মের সর্বশেষ প্রান্তিকীয় প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে মোট ২০৪টি জাহাজ ভাঙা হয়েছে। এর মধ্যে ৭৬ শতাংশ বা ১৫৫টি জাহাজ বিক্রি করা হয়েছে দক্ষিণ এশিয়ার ইয়ার্ডগুলোর কাছে। এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ বিক্রি করেছে গ্রিসের জাহাজমালিকরা। এরপর যথাক্রমে রয়েছে জাপান, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়া।
ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সাল নাগাদ গুজরাটের আলাং শিপব্রেকিং ইয়ার্ডের সক্ষমতা বৈশ্বিক জাহাজ ভাঙা ব্যবসার প্রায় ৫০ শতাংশে উন্নীত হবে।