বাল্টিক অঞ্চলে জাহাজ থেকে নিঃসরণের মাত্রা নজরদারির লক্ষ্যে ড্রোন মনিটরিং প্রোগ্রাম সম্প্রসারণ করেছে ইউরোপিয়ান মেরিটাইম সেফটি এজেন্সি (ইএমএসএ)। এছাড়া কৃষ্ণ সাগরে কোস্ট গার্ড বাহিনীগুলোকে সহায়তা করাও এ সম্প্রসারিত কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
এ কর্মসূচির আওতায় বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে, যেগুলো নিঃসরণের মাত্রা পরিমাপ করতে পারে। এগুলো জাহাজের চলাচল ট্র্যাক করা ও ২৪ ঘণ্টা নজরদারির কাজেও ব্যবহার করা যাবে।
লিথুয়ানিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধে এই নতুন কর্মসূচি গ্রহণ করেছে ইএমএসএ। আগামী জুনের শেষ অব্দি কর্মসূচিটি চলবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলো বিনামূল্যে ইএমএসএর এই কর্মসূচির সুবিধা ভোগ করতে পারবে। ইইউ ঘিরে থাকা সব সাগরেই এই ড্রোনগুলো নজরদারি চালাতে সক্ষম।