বিশ্বের সবচেয়ে শক্তিশালী টাইডাল টার্বাইনের নির্মাণ সম্পন্ন

আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পথে আরও একধাপ এগুলো বিশে^র সবচেয়ে শক্তিশালী টাইডাল টার্বাইন অরবিটাল ওটু। সম্প্রতি এর দীর্ঘ ২০ মাসের নির্মাণযজ্ঞ শেষ হয়েছে। স্কটিশ কোস্টের যে জায়গায় এর কমিশনিং করা হবে, টার্বাইনটিকে এখন সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কমিশনিংয়ের পর এর সঙ্গে স্থানীয় অনশোর ইলেকট্রিসিটি নেটওয়ার্কের সংযোগ স্থাপন করা হবে।

টার্বাইনটির কাঠামোর দৈর্ঘ্য ২৪০ ফুটের বেশি। এর ওজন ৬৮০ টন। ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে টার্বাইনটির নির্মাণকাজ শুরু হয়। স্কটল্যান্ডের ডান্ডির ফোর্থ পোর্টসে এর নির্মাণকাজ চলে।

ওটু প্রকল্পে ইউরোপীয় ইউনিয়নের হরাইজন ২০২০ রিসার্চ অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম ও ইউরোপিয়ান রিজিওনাল ডেভেলপমেন্ট ফান্ডের তহবিল সহায়তা রয়েছে। এছাড়া ওশানএরা-নেট কোফান্ড, স্কটিশ সরকার ও বিভিন্ন বাণিজ্যিক তহবিলের সহায়তাও রয়েছে এ প্রকল্পে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here