ভারত থেকে ৮২ হাজার টন চাল আমদানি

চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে রেলপথে ভারত থেকে সরকারি-বেসরকারি উদ্যোগে ৮২ হাজার ১০০ মেট্রিক টন চাল এসেছে। দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এসব চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসেই আমদানি হয় প্রায় ২৪ হাজার মেট্রিক টন চাল।

দর্শনা স্থলবন্দর সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ট্রেনযোগে মোট ১০ র‌্যাক (৪২ ওয়াগনে এক র‌্যাক) চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে সরকারিভাবে (জি-টু-জি) চার র‌্যাক ও বেসরকারি উদ্যোগে ৬ র‌্যাক এসেছে। বেসরকারি উদ্যোগে জানুয়ারি মাসে ৪ র‌্যাক, ফেব্রুয়ারিতে ৬ র‌্যাক ও মার্চে ১৬ র‌্যাক চাল আমদানি হয়েছে।

দর্শনা স্থলবন্দরের কর্মকর্তারা জানান, সরকারি উদ্যোগে আমদানি হয়েছে ৯ হাজার ৬০০ মেট্রিক টন। অন্যদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্যানুযায়ী বেসরকারি উদ্যোগে চাল এসেছে ৭২ হাজার ৫০০ মেট্রিক টন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here