যেসব নাবিক সাম্প্রতিক সময়ে ভারত ভ্রমণ করেছেন, তারা নিজ দেশে ফিরে বেশ বিপাকে পড়েছেন। এর কারণ কোভিড-১৯ মহামারি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ প্রকট রূপ ধারণ করায় সেখানে ভ্রমণের সাম্প্রতিক ইতিহাস রয়েছে এমন নাবিকদের ক্রু পরিবর্তনের কার্যক্রমে নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর। একই ধরনের পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর কর্তৃপক্ষ।
শিপিং এজেন্সি জিএসি জানিয়েছে, ১৪ দিনের মধ্যে ভারত ভ্রমণ করেছেন, এমন বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ কোরিয়াও ভারতকে উচ্চঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে।
এদিকে রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ভারতীয় নাবিকদের নিয়োগ দেয়া আপাতত বন্ধ রেখেছে। ক্রু সেন্টারের তথ্য অনুযায়ী, রয়েল ক্যারিবিয়ানের অ্যানথেম অব দ্য সি ক্রুজ শিপে ৩ মে থেকে অন্তত ৩০০ ভারতীয় ক্রুর যোগ দেয়ার কথা ছিল।