গালফ অব গিনি ডিক্লারেশনে যুক্ত ৯৯ স্টেকহোল্ডার

সাম্প্রতিক সময়ে গিনি উপসাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ায় মেরিটাইম খাতসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা জোটবদ্ধভাবে এই সমস্যা মোকাবিলার উদ্যোগ নিয়েছে। তাদের সমন্বিত প্রচেষ্টারই ফসল গালফ অব গিনি ডিক্লারেশন অন সাপ্রেশন অব পাইরেসি। এখন পর্যন্ত ৯৯টি মেরিটাইম কোম্পানি, সংস্থা ও ফ্ল্যাগ স্টেট এই ডিক্লারেশনে স্বাক্ষর করেছে। বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক শিপিং সংগঠন বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিলও (বিমকো) এতে যুক্ত হয়েছে।

২০২০ সালে বিশ্বজুড়ে মোট ১৩৫ জন ক্রু জাহাজ থেকে অপহৃত হয়েছেন। এই অপহরণের ৯৫ শতাংশই ঘটেছে গিনি উপসাগরে। তাও আবার নির্দিষ্ট একটি অংশেই বারবার এসব ঘটনা ঘটছে। আন্তর্জাতিক জলসীমায় মোট সাগরের ২০ শতাংশেরও কম আয়তনের এলাকাজুড়ে অপতৎপরতা চালাচ্ছে জলদস্যুরা। কয়েক বছর আগেও এই অঞ্চলে সোমালি জলদস্যুদের আধিপত্য ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here