পায়রা বন্দরের চ্যানেল ড্রেজিংয়ে খরচ হবে ৫ হাজার ৬২৯ কোটি টাকা

পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চ্যানেল ড্রেজিংয়ে ৫ হাজার ৬২৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিংয়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

১৯ মে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার এসব তথ্য জানিয়েছেন। ড. শাহিদা আক্তার বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ‘‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং’’ প্রকল্পটি বাস্তবায়ন করবে বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি জ্যান ডি নুল (জেডিএন)। এতে ব্যয় হবে ৫ হাজার ৬২৯ কোটি ১৮ লাখ টাকা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here