গ্যারি সি কেসলার, স্টিভেন ডি শেপার্ড
হাজার বছরের পুরনো ঐতিহ্যের বাহক মেরিটাইম ইন্ডাস্ট্রি। মানুষের প্রথম সমুদ্র যাত্রার দিন থেকে নৌবাণিজ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে জড়িয়ে আছে জাহাজ ও বন্দর। আজকের দিন পর্যন্ত বিশ্ব বাণিজ্যে এদের গুরুত্ব দিন দিন বেড়েছে বৈ কমেনি। যুগের সাথে তাল মিলিয়ে জাহাজ ও বন্দর ব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়ন হলেও সামগ্রিক শিপিং সিস্টেমে তথ্য-প্রযুক্তিগত নিরাপত্তা রয়ে গেছে অন্তত এক যুগ পেছনে। কম্পিউটার আবিষ্কার হয়েছে মাত্র ৬০ বছর আগে, কম্পিউটার নেটওয়ার্কের বয়স মোটে ৪০ বছর। ফলে অত্যন্ত প্রয়োজনীয় একটি শিল্প খাতে এসে গেছে নতুন ধরনের হুমকি, বেরিয়ে এসেছে দুর্বল দিকগুলো। মেরিটাইম ট্রান্সপোর্ট খাতের সম্ভাব্য সাইবার হামলা এবং যথাযথ নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মেরিটাইম সাইবার সিকিউরিটি: আ গাইড ফর লিডারস অ্যান্ড ম্যানেজারস বইতে কথা বলেছেন লেখকদ্বয়।
২০২০ সালের অধিকাংশ সময় কেটেছে কোভিড-১৯ মহামারি-সংক্রান্ত উত্থান-পতন নিয়ে। দেশে দেশে লকডাউনের ঘোষণায় রাস্তায়-অফিসে জনসমাগম কমলেও মনিটরের ওপাশে হ্যাকারদের তৎপরতা বেড়েছে বহুগুণ। এ পরিস্থিতিতে বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশের পরপরই মেরিটাইম সেক্টরের বিশেষজ্ঞদের কাছ থেকে বিপুল প্রশংসিত হয়েছে বইটি। নাজুক মেরিটাইম সিকিউরিটি বন্দর ও জাহাজের জন্য কতখানি ভয়ংকর হতে পারে, সম্ভাব্য দৃশ্যকল্পের মাধ্যমে এর বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন লেখকরা। সাইবার হামলা-সংক্রান্ত বিপদের গভীরতা বুঝতে হলে আগে মেরিটাইম ট্রান্সপোর্ট সিস্টেম ও ইনফরমেশন সিকিউরিটির মধ্যেকার সম্পর্ক বুঝতে হবে আমাদের।
বইয়ের প্রথম দুই অধ্যায় ‘মেরিটাইম ট্রান্সপোর্ট সিস্টেম’ এবং ‘সাইবার সিকিউরিটি বেসিকস’-এ অত্যন্ত সহজবোধ্য ভাষায় ঠিক সেটিই করেছেন কেসলার এবং শেপার্ড। শিপিং ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ও চাঞ্চল্যকর সাইবার হামলার উদাহরণ এসেছে পরের অধ্যায়ে। এভাবে বন্দর ও সাইবার সিকিউরিটি, জাহাজের অনবোর্ড নেটওয়ার্ক ও কমিউনিকেশন সিস্টেম, নেভিগেশন সিস্টেম, স্বয়ংক্রিয় বিভিন্ন ব্যবস্থা, যথাযথ সাইবার ডিফেন্সে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ভিন্ন ভিন্ন মোট নয়টি অধ্যায়ে। এছাড়াও সাইবার রিস্ক ম্যানেজমেন্ট, স্পুফিং, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমে (এআইএস) হামলা প্রতিরোধ-সংক্রান্ত গাইডলাইন সংযুক্ত রয়েছে ২৫১ পৃষ্ঠার বইতে।
কোনো প্রকাশনীর পৃষ্ঠপোষকতা ছাড়া প্রকাশিত মূলত পেপারব্যাকে ছাপা বইটির মূল্য রাখা হয়েছে ১৫ মার্কিন ডলার। কিন্ডল ই-বুক সংস্করণ মিলবে ৯ ডলারে।
আইএসবিএন-১৩: ৯৭৯-৮৬৭৬২১৫৩৫৪