১১ বছরের রেকর্ড ভাঙার পথে ট্যাংকার ডিমোলিশন

চলতি বছরের প্রথম চার মাসে বিশ্বজুড়ে যে পরিমাণ অয়েল ট্যাংকার ভাঙার জন্য ইয়ার্ডগুলোয় পাঠানো হয়েছে, তা এরই মধ্যে ২০১৯ ও ২০২০ সালের পুরো বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বছরের বাকি সময়টায় জাহাজ ভাঙার এই হার চলতে থাকলে ১১ বছরের রেকর্ড ভেঙে যাবে। বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিলের (বিমকো) সর্বশেষ একটি প্রতিবেদনে এমন পূর্বাভাসই দেয়া হয়েছে।

বিমকোর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে ১০টি ক্রুড অয়েল ও ৩৮টি অয়েল প্রডাক্ট ট্যাংকার ভাঙার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে মার্চ ও এপ্রিলে ট্যাংকার ডিমোলিশনের ঘটনা বেশি ছিল।

এদিকে গত ৭ মে বাংলাদেশে ট্যাংকার ডিমোলিশন স্টিলের গড় মূল্য ছিল এলডিটি (লাইট ডিসপ্লেসমেন্ট টনেজ) প্রতি ৫২০ ডলার, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here