ছবিতে সংবাদ – জুন

২৪ মে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবেলায় পূর্বপ্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। এসময় পর্ষদ সদস্যবৃন্দ, পরিচালকগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৯ মে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সনদ বিতরণ শেষে অতিথিদের সাথে প্রশিক্ষণার্থীদের ফটোসেশন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ৩১ মে বন্দরের ডক অফিস পরিদর্শন করেন। এ সময় নৌ, নৌপ্রকৌশল ও প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ২৪ মে বন্দরের মেরিন ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় প্রকৌশল বিভাগ ও নৌ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ২৫ মে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here