ডিজিটালাইজেশনের অংশ হিসেবে কনটেইনার হ্যান্ডলিং বিল অনলাইনে সংশ্লিষ্ট শিপিং এজেন্টদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে কনটেইনার হ্যান্ডলিং বিল পাঠাতে আংশিক অনলাইন ও প্রথাগত পদ্ধতি অনুসরণ করছে বন্দর কর্তৃপক্ষ।

১ আগস্ট থেকে বন্দরের এমএলও ও শিপিং এজেন্টদের ইউজার আইডিতে নিয়মিত কনটেইনার হ্যান্ডলিং বিল পাঠানো হবে। তখন থেকে কোনো হার্ডকপি বা প্রিন্টকপি পাঠাবে না বন্দর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘অনলাইনে বিল প্রেরণের পদ্ধতি, আপত্তি দাখিল, বিল সমন্বয় করার বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে এবং অনলাইনে বিল পাওয়া ও যাবতীয় বিষয়গুলো কীভাবে যাচাই-বাছাই করা হবে তা যথাযথভাবে জানিয়ে দেওয়া হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here