ডিজরাপশন, ডিজিটালাইজেশন ও ডিকার্বনাইজেশন- এই তিন ইস্যুতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে একটি সমঝোতায় স্বাক্ষর করেছে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের ১৯টি বন্দর কর্তৃপক্ষ। ২২ ও ২৩ জুন অ্যান্টওয়ার্প পোর্ট অথরিটি আয়োজিত ষষ্ঠ পোর্ট অথরিটিজ রাউন্ডটেবল (পিএআর)-এ এই সমঝোতায় স্বাক্ষর করে তারা।
মেরিটাইম খাতে অংশীজনদের বর্তমানে ডিজরাপশন, ডিজিটালাইজেশন ও ডিকার্বনাইজেশন ইস্যুতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বন্দর কতৃপক্ষগুলো কীভাবে উদ্ভাবনী প্রতিক্রিয়া দেখাতে পারে, পিএআরে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রাউন্ডটেবলে পিএআর সদস্যদের প্রতি ক্রু পরিবর্তন, সাইবার সুরক্ষা, ডিকার্বনাইজেশনসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের জন্য আহ্বান জানানো হয়েছে।