২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য বঙ্গোসাগর ও ভারত মহাসাগরে স্থিতিশীলতা চায় বাংলাদেশ। এই অঞ্চলের কোনো বিবদমান পক্ষে জড়াতে চায় না বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের এই অঞ্চলে যদি অস্থিতিশীলতা দেখা দেয়, তাহলে লক্ষ্যে পৌঁছাতে সমস্যা হবে। সুতরাং আমরা চাই ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর যেন স্থিতিশীল থাকে। এর মাধ্যমে চলাচল থেকে শুরু করে সমুদ্রসম্পদ আহরণ সবকিছু আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারব। আমাদের চেষ্টা থাকবে কীভাবে স্থিতিশীলতার দিকে যেতে পারি।’
তিনি বলেন, ‘আমাদের কাছের দেশগুলোর সঙ্গে ভারসাম্যমূলক নীতি অবলম্বন করতে হবে। দূরের দেশগুলোর জন্য সেটি আমরা না-ও করতে পারি। বঙ্গবন্ধুর ‘‘সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’’ এই নীতিকে মূলমন্ত্র হিসেবে ধরে নিলে ভারসাম্যমূলক নীতি চালিয়ে যাওয়া সম্ভব।’