বাল্টিক অঞ্চলে একটি গ্রিন বাংকার হাব প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম। এই হাবে জাহাজগুলো পরিবেশবান্ধব জ্বালানি রিফুয়েল করতে পারবে। এই কনসোর্টিয়ামে রয়েছে ওরস্টেড, মোলসলিনজেন, হ্যালডর টপসো, বাংকার হোল্ডিং গ্রুপ, ওয়ার্টসিলা, রামবোল, ব্যুরো ভেরিতাস ও পোর্ট অব রনে।

এর আগে ডেনিশ সরকার বাল্টিক সাগরের মাঝবরাবর অবস্থিত বর্নহোম আইল্যান্ডে এ অঞ্চলের জন্য একটি হাব গঠনের সুপারিশ করেছিল। টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার যে মহাপরিকল্পনা দেশটির রয়েছে, তারই অংশ হিসেবে এ সুপারিশ করা হয়। ডেনিশ সরকারের সেই সুপারিশের ধারাবাহিকতাতেই কনসোর্টিয়ামটি এই হাব তৈরির প্রস্তাব দিয়েছে। তারা বর্নহোমে পরিবেশবান্ধব জ্বালানি রিফুয়েলিংয়ের জন্য একটি বাংকারিং স্টেশন স্থাপনের কী কী সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here