দেশের সবচেয়ে বড় রেলসেতু বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ফ্রানবো লোহাস। ১৪ জুন সেতুর নির্মাণসামগ্রী নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। জাহাজটির এদেশীয় এজেন্ট হক অ্যান্ড সন্সের ব্যবস্থাপক মো. শওকত আলী জানান, ‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ৩ হাজার ২৮৮ মেট্রিক টন স্টিল পাইপ ও পাইল নিয়ে এসেছে জাহাজটি। স্থানীয় শ্রমিক দিয়ে এগুলো খালাস করা হয়েছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু সেতুর মালামাল এসেছে। দ্রুততম সময়ে এগুলো খালাস করা হয়েছে।’

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণসামগ্রী নিয়ে ১৪ জুন মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ফ্রানবো লোহাস

২০২০ সালের নভেম্বরে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর তিনশ মিটার উত্তরে এ রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৪ দশমিক ৮ মিটার দৈর্ঘ্যরে সবচেয়ে দীর্ঘ এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here