সাগরে মাছ ধরতে যাওয়া জাহাজগুলো থেকে প্রচুর পরিমাণে প্লাস্টিক বর্জ্য পানিতে ফেলা হয়। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় সংস্থাটির সমুদ্র-বিষয়ক বিশেষ প্রতিনিধি পিটার টমসন জানান, ‘প্রায় ১৫ কোটি টন প্লাস্টিক বর্জ্য, মাইক্রোপ্লাস্টিক ও পরিত্যক্ত মাছ ধরার সরঞ্জাম সাগরে ফেলা হয়েছে। আমরা প্লাস্টিকের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে, এই দূষণ এখন সামুদ্রিক পরিবেশের জন্য ক্যান্সারে পরিণত হয়েছে।’
প্লাস্টিক দূষণের এই ভয়াবহ ফলাফল সম্পর্কে সবাইকে সচেতন করতে নতুন কয়েকটি উদ্যোগ নিয়েছে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল (বিমকো)। এটি যে সামুদ্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ, সে বিষয়ের ওপর জোর দিতেই এ উদ্যোগ নিয়েছে তারা। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের ব্যবহার বাতিল করে বায়োডিগ্রেবল বোতল ব্যবহারে সহায়তা দেওয়া। এছাড়া মাইক্রোপ্লাস্টিক বিষয়ে করণীয় নির্ধারণের জন্য গোলটেবিল বৈঠকের মতো কয়েকটি আলোচনা সভারও আয়োজন করবে তারা।