করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নাবিকের মৃত্যুর পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে হংকং বন্দরে কোয়ারেন্টিনে রাখা হয়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নাবিকের মৃত্যুর পর ২৬ জন নাবিকসহ হংকং বন্দরে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন এমভি বাংলার জয়যাত্রা জাহাজের নাবিক মোকাররম হোসেন ২১ জুন ঘুমন্ত অবস্থায় মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তা পজিটিভ আসে। এরপর জাহাজের অন্য সকল নাবিককে আইসোলেশনে পাঠানো হয়। এমভি জয়যাত্রা জাহাজটি চার্টার্ড জাহাজ হিসেবে বিভিন্ন দেশে পণ্য পরিবহন করে থাকে। জাহাজটি ১০ জুন চট্টগ্রাম ছেড়ে যায়। জাহাজটি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here