ওমান উপকূলে ইসরায়েলি ব্যবস্থাপনাধীন একটি পেট্রোলিয়াম প্রডাক্ট ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন ব্রিটিশ ও একজন রোমানিয়ান নাগরিক প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিড এই ঘটনার জন্য ইরানকে দোষারোপ করছেন। তিনি জানিয়েছেন, এই হামলার কঠোর প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর।
মার্সার স্ট্রিট নামের লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ইসরায়েলি মালিকানাধীন জোডিয়াক মেরিটাইম দাবি করছে, এটি জলদস্যু হামলার ঘটনা হয়ে থাকতে পারে। অন্যদিকে ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টারের দাবি, ঘটনাটি তাদের টেরিটোরিয়াল সমুদ্রসীমার বাইরে ঘটেছে। আর হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখান করে ইরান।