ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মেরিন এনভায়রনমেন্ট প্রটেকশন কমিটির (এমইপিসি) ৭৬তম সেশন ঘিরে সংশ্লিষ্ট অংশীজনদের অনেক আশা ছিল। কিন্তু সেশনের ফলাফল সেই প্রত্যাশা পূরণে অনেকটাই ব্যর্থ হয়েছে। কমবাশন ইঞ্জিন ইন্ডাস্ট্রির বৈশ্বিক সংগঠন সিআইএমএসি সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে।
গত জুনে এমইপিসির ৭৬তম সেশনটি অনুষ্ঠিত হয়। সেখানে মেরিটাইম খাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সেশন শেষ হওয়ায় হতাশা ব্যক্ত করেছে সিআইএমএসি। সংগঠনটি বলেছে, শিপিং খাতে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করা আইএমওকে নিঃসরণ কমানোর প্রক্রিয়া গতিশীল করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য, ২০৫০ সাল নাগাদ জাহাজ থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে আইএমওর।