যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি নতুন করে একটি ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাডভাইস ইস্যু করেছে। এতে বলা হয়েছে, ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন কোনো যাত্রী যুক্তরাজ্যে প্রবেশ করতে চাইলে তাকে আর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না। এছাড়া যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক প্রমোদতরীগুলোও ছেড়ে যেতে পারবে। ২ আগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে। ব্রিটিশ পোর্টস অ্যাসোসিয়েশন (বিপিএ) মন্ত্রণালয়ের এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছে।

পর্যটন ও প্রমোদতরী পশ্চিমা বন্দরগুলোর কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি অংশ। এছাড়া যেই উপকূলীয় অঞ্চলে তারা কার্যক্রম পরিচালনা করে, সেখানকার আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভ্রমণে বিধিনিষেধ কিছুটা শিথিল করায় বিপিএ পরিচালিত বন্দরগুলো লাভবান হবে। এ কারণেই তারা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here