ভারতের পূর্ব উপকূলে কাকিনাড়ায় বঙ্গোপসাগরের বুকে নির্মীয়মাণ একটি গভীর সমুদ্র এলএনজি টার্মিনালের জন্য রিগ্যাসিফিকেশন সিস্টেম সরবরাহ করবে ভার্টসিলা। এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে নরওয়ের ক্রাউন এলএনজির নেতৃত্বে। আর মূল ঠিকাদার হিসেবে কাজ করছে অসলোভিত্তিক প্রকৌশল কোম্পানি আকার সলিউশনস।

রিগ্যাসিফিকেশন সিস্টেমটির ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইনিংয়ের (এফইইডি) কাজ করবে ভার্টসিলা গ্যাস সলিউশনস। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ের চুক্তি হয়েছে চলতি বছরের মে মাসে। আর প্রকল্পটির চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত আগামী বছর আসবে বলে আশা করা হচ্ছে। তখন রিগ্যাসিফিকেশন সিস্টেমের আরও যন্ত্রপাতি সরবরাহের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। উপকূল থেকে ১১ কিলোমিটার দূরে সাগরের তলদেশে টার্মিনালটি স্থাপন করা হবে। প্রতিকূল মৌসুমি জলবায়ুতে টার্মিনালটির স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here