সিঙ্গাপুর, কলম্বোসহ বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দরে জট ও বড় জাহাজের সংকটে ঈদুল আজহার আগে চট্টগ্রাম বন্দর থেকে তৈরি পোশাকসহ অন্য রপ্তানি পণ্যের চালান জাহাজীকরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রপ্তানি পণ্যবাহী ও খালি কনটেইনারে পূর্ণ হয়ে উঠছে বেসরকারি ডিপোগুলোও। সংকট উত্তরণে বন্দর ও স্টেক হোল্ডারদের জরুরি বৈঠকে নেওয়া হয়েছে ৭ সিদ্ধান্ত। ১২ জুলাই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ঈদুল আজহার আগে বিভিন্ন পোশাক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ রপ্তানি চালান জাহাজীকরণের শিডিউল রয়েছে। বেসরকারি ডিপোগুলোতে জটের কারণে রপ্তানি পণ্যবাহী বিপুলসংখ্যক ট্রাক বা কাভার্ড ভ্যান পণ্যের চালান আনস্টাফিং করার জন্য ৮-১০ দিন বিভিন্ন আইসিডির বাইরে অপেক্ষা করছে। এ অবস্থায় রপ্তানি পণ্য জাহাজীকরণ নিয়ে উদ্বিগ্ন পোশাক রপ্তানিকারকরা।
বৈঠকে সংকট উত্তরণে সর্বসম্মতিক্রমে সাতটি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে বন্দর জেটিতে থাকা ২০ ফুটের খালি কনটেইনার ফোর্স শিপমেন্ট ও বেসরকারি ডিপোর জায়গা ফাঁকা করতে সেখান থেকে খালি কনটেইনার বন্দর জেটিতে সংরক্ষণের ব্যবস্থা করা। বেসরকারি ডিপোতে রপ্তানির জন্য অপেক্ষমাণ কনটেইনারগুলো দ্রুত জাহাজীকরণে চট্টগ্রাম-কলম্বো রুটে ফিডার ভেসেল বৃদ্ধি এবং অন্যান্য শিপিং লাইনের ফিডার ভেসেলের মাধ্যমে রপ্তানি কনটেইনার পরিবহনে মায়েরস্ক লাইনকে নির্দেশনা প্রদান, চট্টগ্রাম-কলম্বো রুটে বিভিন্ন শিপিং কোম্পানি কর্তৃক নতুন ফিডার ভেসেল পরিচালনার ক্ষেত্রে বন্দরের দ্রুত অনুমতি এবং রপ্তানি পণ্য পরিবহনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বার্থিংয়ের সুবিধা প্রদান, চট্টগ্রাম বন্দরে আগত কনটেইনার জাহাজসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং ও জেটির সংখ্যা বৃদ্ধি করা, মেইন লাইন অপারেটর (এমএলও) ও ফিডার ক্যারিয়ারদের মধ্যে কমন ক্যারিয়ার এগ্রিমেন্ট দ্রুত বাস্তবায়ন করা, রপ্তানি পণ্য চালান হ্যান্ডলিংয়ের জন্য কয়েকটি বেসরকারি আইসিডির ওপর নির্ভরতা কমিয়ে অন্যান্য আইসিডিতেও কার্যক্রম সম্পাদনে শিপিং লাইনকে নির্দেশনা প্রদানের জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে বিদেশি ক্রেতাদের প্রতিনিধি বায়ার্স ফোরামের কাছে বিষয়টি উত্থাপন করা এবং চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কনটেইনারজট না থাকা সত্ত্বেও ট্রান্সশিপমেন্ট বন্দরে সৃষ্ট জটের প্রভাব এবং বাংলাদেশে বিদেশি ক্রেতাদের পণ্য পরিবহনে শিপিং কোম্পানি মার্কস লাইনের ওপর অতিরিক্ত বুকিংয়ের কারণে সৃষ্ট জটিলতার বিষয়টি বিজিএমইএ কর্তৃক বিদেশি ক্রেতাদের কাছে উপস্থাপন করা।