যুক্তরাজ্যের এন্ড-অব-লাইফ তেল ও গ্যাসক্ষেত্রগুলোয় গবেষণা পরিচালনা করবে ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টার (এনওসি)। আর এ কাজে ব্যবহার করা হবে রোবট সাবমেরিন বোটি ম্যাকবোটফেস। এ কাজে ব্যয় পরিচালনার জন্য যুক্তরাজ্যের ন্যাচারাল এনভায়রনমেন্ট রিসার্চ কাউন্সিলের (এনইআরসি) কাছ থেকে তহবিল বরাদ্দ পেয়েছে এনওসি।

এসব তেল ও গ্যাসক্ষেত্র পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলছে কিনা, তা খতিয়ে দেখতেই অটোনমাস টেকনিকস ফর ইনফ্রাস্ট্রাকচার ইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট (এটি-এসইএ) প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর এ কাজে এনওসিকে ৬ লাখ ৭০ হাজার পাউন্ড দিচ্ছে এনইআরসি। ২০২২ সালের গ্রীষ্মেই প্রথমবারের মতো এই রোবোটিক মিশন পরিচালনা করা হবে। এই প্রকল্পের মাধ্যমে দেখা হবে যে, বর্তমানে রিসার্চ শিপগুলো যে তথ্য সংগ্রহ করছে, সর্বাধুনিক প্রযুক্তির রোবট সাবমেরিন তার সমপরিমাণ তথ্য সংগ্রহ করতে পারছে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here