২০২১-২৩ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পোর্টস অ্যান্ড হারবারসের (আইএপিএইচ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংগঠনটির দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন সুবরা।

কৃষিজ পণ্য রপ্তানিতে যুক্তরাজ্যে আবার শীর্ষস্থান দখল করেছে অ্যাসোসিয়েটেড ব্রিটিশ পোর্টসের (এবিপি) পরিচালনাধীন পোর্ট অব ইপসুইচ। ২০০৫ সাল থেকেই এই শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

ছয়টি নতুন এলএনজি ক্যারিয়ারের জন্য ট্যাংক ডিজাইন করবে জিটিটি। দক্ষিণ কোরিয়ার হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ (এইচএইচআই) ও হুন্দাই সামহো হেভি ইন্ডাস্ট্রিজের (এইচএসএইচআই) কাছ থেকে কার্যাদেশ পেয়েছে তারা।

নিজেদের উইন্ড টার্বাইন ইনস্টলেশন ভেসেল (ডব্লিউটিআইভি) প্রযুক্তির জন্য কংসবার্গ মেরিটাইম চীনের কসকো শিপিং অফশোরের সঙ্গে ৪ কোটি ৯০ লাখ ইউরোর চুক্তি করেছে।

ফিলিপাইনের পরিবহন মন্ত্রণালয়ের জন্য দুটি বৃহদাকার মাল্টি-রোল রেসপন্স ভেসেল তৈরি করছে মিৎসুবিশি শিপবিল্ডিং কোম্পানি। তার মধ্যে প্রথমটির লঞ্চিং সেরিমনি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ভারতকে সহায়তার লক্ষ্যে দেশটিতে বিনামূল্যে অক্সিজেন ট্যাংক পরিবহনের ঘোষণা দিয়েছে ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (ওয়ান)। তাইওয়ান থেকে খালি ট্যাংক কনটেইনারগুলো ভারতের মুন্দ্রা বন্দরে পরিবহন করবে তারা।

বৈশি^ক শিপিং খাতে কার্বন নিঃসরণ কমানোর জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। এর সমর্থনে টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জোট বেঁধেছে পিএসএ করপোরেশন ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (ওয়ান)।

দক্ষিণ কোরিয়ায় বছরে ২০ লাখ টন এলএনজি সরবরাহের বিষয়ে কোরিয়া গ্যাস করপোরেশনের সঙ্গে ২০ বছর মেয়াদি নতুন একটি চুক্তি করেছে কাতার পেট্রোলিয়াম।

সিনহুয়া-বাল্টিক ইন্টারন্যাশনাল শিপিং সেন্টার ডেভেলপমেন্ট (আইএসসিডি) ইনডেক্সে বিশ্বের শীর্ষ মেরিটাইম সেন্টার হিসেবে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। টানা আটবার এই স্থান অর্জন করল দেশটি।

এয়ার লিকুইডের সঙ্গে একটি করপোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে টোটালএনার্জিস। আগামী ১৫ বছর মেয়াদে প্রতি বছর ৫০ গিগাওয়াট-আওয়ার নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে তারা।

ট্রেডউইন্ড ভয়েজেসের সম্পূর্ণ নতুন ক্রুজ শিপ গোল্ডেন হরাইজন তার যাত্রা শুরু করেছে। প্রথম যাত্রাতে বিশে^র দীর্ঘতম প্রমোদতরীটি ডোভারে পৌঁছেছে। পুরো জুলাই মাসে মোট চারটি যাত্রা সম্পন্ন করবে গোল্ডেন হরাইজন।

ফরাসি শিপিং কোম্পানি ব্রিটানি ফেরিসের বহরে নতুন দুটি হাইব্রিড এলএনজি-ইলেকট্রিক জাহাজ যুক্ত হতে চলেছে। ২০২৪ অথবা ২০২৫ সালে এগুলো কোম্পানিটির কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here