টিকা কার্যক্রমে নাবিকদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ ডব্লিউএইচওর

সীমিত সরবরাহের সময় ভ্যাকসিনেশন কার্যক্রমে কাদের অগ্রাধিকার দেওয়া হবে, সে লক্ষ্যে সম্প্রতি একটি হালনাগাদ দিকনির্দেশনা প্রকাশ করেছে বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে কার্গো জাহাজের নাবিকদের অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে। ডব্লিউএইচওর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান কমিউনিটি শিপওনার্স অ্যাসোসিয়েশন (ইসিএসএ) ও ইউরোপিয়ান ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন (ইটিএফ)।

এদিকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) বরাবরই নাবিকদের করোনার টিকা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বৈশি^ক বণ্টনে ন্যায্যতার পক্ষে জোর দিয়ে আসছে। ডব্লিউএইচওর এই সুপারিশকে স্বাগত জানিয়েছে তারাও।

বিশ্বের প্রথম ক্লাসড অফশোর উইন্ড ফার্ম উইন্ডফ্লোট আটলান্টিক

বিশ্বের প্রথম ক্লাসড অফশোর উইন্ড ফার্ম হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে উইন্ডফ্লোট আটলান্টিক। প্রকল্পটির তিনটি ৮ দশমিক ৪ মেগাওয়াট সেমি সাবমার্জিবল টার্বাইনকে সম্প্রতি অনুমোদন দিয়েছে এবিএস ক্লাস কমিউনিটি।

পর্তুগালের উপকূল থেকে ২০ কিলোমিটার দূরবর্তী গভীর সাগরে অবস্থিত উইন্ডফ্লোট আটলান্টিক হলো কন্টিনেন্টাল ইউরোপের প্রথম বৃহদাকার ভাসমান বায়ুবিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটির উন্নয়নের দায়িত্বে রয়েছে উইন্ডপ্লাস কনসোর্টিয়াম।

রটারডামে পৌঁছেছে এভার গিভেন

গত চার মাসে কম ঝামেলা পোহাতে হয়নি এভার গিভেনকে। পানামার পতাকাবাহী জাহাজটির সুয়েজ খালে আটকে যাওয়া, এর কারণে বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়া, তার ফলশ্রুতিতে মিশর কর্তৃক জাহাজটির আটক হওয়া ও মোট অংকের জরিমানার মুখোমুখী হওয়া-এসব ঘটনায় বেশ বিপাকেই পড়েছিল এভার গিভেন। অবশেষে সেসব জটিলতা কাটিয়ে মুক্তভাবে রটারডামে পৌঁছেছে জাহাজটি।

দীর্ঘ সময়ক্ষেপণের কারণে এভার গিভেন তার হামবুর্গ পোর্ট কল বাতিল করেছে। জাহাজটি এখন সরাসরি যুক্তরাজ্যের ফিলিক্সস্টো বন্দরে যাবে।

আইএমআই ও সিএসএমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্যবসার নতুন খাত তৈরির বিষয়ে যৌথভাবে কাজ করবে ইন্টারন্যাশনাল মেরিটাইম ইন্ডাস্ট্রি (আইএমআই) ও কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট (সিএসএম)। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে তারা।

চুক্তি অনুসারে সৌদি আরবের পূর্ব উপকূলের রাস আল খাইরে অবস্থিত কিং সালমান ইন্টারন্যাশনাল কমপ্লেক্স ফর মেরিটাইম ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সার্ভিসেসে কর্মরত আইএমআইয়ের কর্মিবাহিনীর জন্য সুপারভিশন সার্ভিস, সাসটেইনেবিলিটি কনসেপ্ট, পারফরম্যান্স অপটিমাইজেশন, ক্যাটারিং ও প্রভিশন ম্যানেজমেন্ট সেবা দেবে সিএসএম।

আইআরক্লাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিজয় অরোরার দায়িত্ব গ্রহণ

ইন্ডিয়ান রেজিস্টার অব শিপিংয়ের (আইআরক্লাস) শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। ১ জুলাই থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিজয় অরোরা। তিনি সম্প্রতি অবসরে যাওয়া সুরেশ সিনহার স্থলাভিষিক্ত হয়েছেন।

বিজয় অরোরা একজন কোয়ালিফায়েড মেরিন ইঞ্জিনিয়ার। তিন দশকের বেশি সময়ের প্রফেশনাল এক্সপেরিয়েন্স রয়েছে তার। আইআরক্লাসে দীর্ঘ কর্মজীবনে বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া আইএসিএস স্ট্যাচুটরি প্যানেলের সদস্য, আইএসিএসের চেয়ারম্যান ও আইএসিএস জিপিজির চেয়ার হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে বিজয় অরোরার।

পশ্চিম ও মধ্য এশিয়ায় ওশান নেটওয়ার্ক ঢেলে সাজাচ্ছে মায়েরস্ক

পশ্চিম ও মধ্য এশিয়ায় নিজেদের ওশান নেটওয়ার্ককে নতুন করে ঢেলে সাজাচ্ছে মায়েরস্ক। আর এই নেটওয়ার্কের মাধ্যমে ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের মতো দেশগুলো বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হবে।

কোভিড-১৯ মহামারির কারণে সারা বিশ্বের  মতো পশ্চিম ও মধ্য এশিয়ার সাপ্লাই চেইনও বড় ধরনের ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা সামলে ভোক্তাবাজার গতিশীল করার লক্ষ্য থেকেই এই নেটওয়ার্ক পুনর্গঠন পরিকল্পনা হাতে নিয়েছে মায়েরস্ক।

তিন মাসব্যাপী সেলফ ইন্সপেকশন ক্যাম্পেইন চালাবে ওয়ান

মেরিন নেভিগেশন সেফটি প্র্যাকটিস চালু রাখতে তিন মাসব্যাপী কর্মসূচি পরিচালনা করবে ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (ওয়ান)। ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মেরিন সেফটি অ্যান্ড কোয়ালিটি ক্যাম্পেইন শীর্ষক কর্মসূচিটি চালাবে তারা।

কোভিড-১৯ মহামারির কারণে ওয়ান তাদের ভেসেল কোয়ালিটি স্ট্যান্ডার্ডের ফিজিক্যাল ইন্সপেকশন কার্যক্রম পরিচালনা করতে পারছে না। সে কারণে গত বছর তারা সেলফ-ইন্সপেকশন ক্যাম্পেইন চালিয়েছিল। আর এতে উপকৃতও হয়েছিল তারা।

নতুন সাবসিডিয়ারি করছে নোভাটেক

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দেশীয় বাজার চাঙ্গা করতে নতুন একটি সাবসিডিয়ারি চালু করতে যাচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় স্বতন্ত্র প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী কোম্পানি নোভাটেক। নতুন এই সাবসিডিয়ারির নাম হবে নোভাটেক-এলএনজি ফুয়েল। এটি স্বল্প পরিসরে এলএনজি প্লান্ট স্থাপন, এলএনজি হোলসেল মার্কেটের ব্যবস্থা ও মোটর ফুয়েল হিসেবে এলএনজির একটি রিটেইল নেটওয়ার্ক তৈরিতে কাজ করবে।

উল্লেখ্য, ২০১৭ সালে ইয়ামাল এলএনজি প্রকল্প চালুর মাধ্যমে বৈশ্বিক এলএনজি বাজারে যাত্রা করে নোভাটেক।

পানামা ও চীনের মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্ট চুক্তির নবায়ন সম্পন্ন

পানামা ও চীনের মধ্যে সরকারি পর্যায়ে স্বাক্ষরিত মেরিটাইম ট্রান্সপোর্ট-সংক্রান্ত একটি চুক্তি সম্প্রতি নবায়ন করা হয়েছে। পানামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই নবায়নের কাজটি সম্পন্ন করেছে পানামা মেরিটাইম অথরিটি।

তিন বছর থেকে পাঁচ বছরে উন্নীত হওয়া চুক্তিটি ২০ জুলাই থেকে কার্যকর হয়েছে। পানামা ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং পানামা শিপ রেজিস্ট্রির গ্রাহকদের চীনের বিভিন্ন বন্দরে প্রবেশের প্রক্রিয়া সহজ করাই এই চুক্তির অন্যতম লক্ষ্য।

স্ক্রাবার ওয়াশ ওয়াটার নির্গমনের আঞ্চলিক বিধিনিষেধের তালিকা প্রকাশ

এগজস্ট গ্যাস ক্লিনিং সিস্টেমস (ইজিসিএস) বা স্ক্রাবার থেকে ওয়াশ ওয়াটার নির্গমনের বিষয়ে আঞ্চলিক বিধিনিষেধের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল (বিমকো)।

জলজ পরিবেশে স্ক্রাবার থেকে পানি (ওয়াশ ওয়াটারসহ) নির্গমনের বিষয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আইন ও বিধিনিষেধ রয়েছে। এগুলোর মূল্যায়ন ও সমন্বয় স্থাপনের জন্য সম্প্রতি উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এর অংশ হিসেবে ২০১৫ সালে জারিকৃত ইজিসিএস-সংক্রান্ত একটি গাইডলাইনের পরিমার্জনের কথাও বলা হয়েছে।

বুলগেরিয়ায় নতুন ইন্টারমোডাল সার্ভিস চালু করছে মায়েরস্ক

বুলগেরিয়ায় নিজেদের লজিস্টিকস সার্ভিসে ভিন্ন মাত্রা আনতে যাচ্ছে মায়েরস্ক। তারা নতুন ইন্টারমোডাল উইকলি সার্ভিস চালু করছে, যার মাধ্যমে বুরগাস শহর প্লোভদিভ ও সোফিয়ার সঙ্গে সংযুক্ত হবে।

বুলগেরিয়ার কার্গো পরিবহন ব্যবস্থা এখন অনেকটাই সড়কপথ নির্ভর। অথচ ২০০৫ সালের দিকেও রেলপথ পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু অবকাঠামো রক্ষণাবেক্ষণের ঝামেলা ও গতি কম থাকার কারণে রেলপথের চাহিদা ধীরে ধীরে কমে যায়। মায়েরস্ক সেই পথেই পণ্য পরিবহনকে আবার চাঙ্গা করতে চাইছে।

হামবুর্গ পোর্টে স্থাপন হচ্ছে ইউ-স্পেস স্যান্ডবক্স

ড্রোন ট্রাফিক সিস্টেম নিয়ে নিজেদের তাত্ত্বিক ধারণাকে বাস্তব রূপ দিতে চলেছে জার্মানির শীর্ষস্থানীয় ড্রোন কোম্পানি ড্রোনিক ও তাদের মূল প্রতিষ্ঠান এয়ার নেভিগেশন সার্ভিস প্রোভাইডার ডিএফএস। আর এই উদ্ভাবনী কনসেপ্টের কমিশনিংয়ের জন্য তারা বেছে নিয়েছে জার্মানির সবচেয়ে বড় বন্দর পোর্ট অব হামবুর্গ। সেখানে একটি ইউ-স্পেস স্যান্ডবক্স স্থাপন করছে তারা।

প্রায় ১০ লাখ ইউরোর এই প্রকল্পে আংশিক অর্থায়ন করছে জার্মান ফেডারেল মিনিস্ট্রি অব ট্রান্সপোর্ট অ্যান্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার (বিএমভিআই)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here