হাইড্রোজেন ইউরোপে যোগ দিয়েছে বিপিও

নিঃসরণমুক্ত জ্বালানির ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ হাইড্রোজেন ইউরোপে সর্বশেষ সদস্য হিসেবে যোগ দিয়েছে বাল্টিক পোর্টস অর্গানাইজেশন (বিপিও)। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়ে তারা জানিয়েছে, ‘মেরিটাইম ইন্ডাস্ট্রিকে কার্বনমুক্ত করার প্রচেষ্টায় যোগ দিতে পেরে আমরা আনন্দিত।’

ইউরোপিয়ান গ্রিন ডিল ও ইউরোপের পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর উদ্যোগকে সফল করতে বিকল্প জ্বালানি ও শক্তির উৎস হিসেবে হাইড্রোজেনের ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে গত বছর ইউরোপীয় কমিশনের এই হাইড্রোজেন স্ট্র্যাটেজির ঘোষণা আসে। এ পর্যন্ত হাইড্রোজেন ইউরোপে যোগ দিয়েছে ২৬০টির বেশি কোম্পানি ও প্রায় ৩০টি জাতীয় সংস্থা।

আসলে এককভাবে বেসরকারি খাত বা সরকারের পক্ষে নিঃসরণ কমানো সম্ভব নয়। এ কারণে সবাইকে এক প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্য থেকেই হাইড্রোজেন ইউরোপের উদ্যোগটি নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here