৬ জুলাই চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের সদ্যবিদায়ী উপপরিচালক মেজর মো. রেজাউল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান শুভেচ্ছা উপহার তুলে দেন।

২১ জুলাই স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা পালন করা হয়। বন্দর মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, পর্ষদ সদস্য, বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে বন্দর চেয়ারম্যান সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।