সমুদ্রগামী জাহাজগুলোর বায়োফাউলিং ব্যবস্থাপনার জন্য জাহাজমালিকরা যে অ্যান্টি-ফাউলিং সিস্টেম (এএফএস) ব্যবহার করে, তার কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একটি জরিপ পরিচালনার উদ্যোগ নিয়েছে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল (বিমকো)। মূলত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাছে বায়োফাউলিং ব্যবস্থাপনার বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই এই জরিপ চালাবে বিমকো।

বায়োফাউলিং ব্যবস্থাপনা বর্তমানে আইএমও ও বিভিন্ন দেশের সরকারের কাছে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আইএমওর একটি দিকনির্দেশনাও রয়েছে, যেটি বর্তমানে নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। বিমকোও এই দিকনির্দেশনা পর্যালোচনায় সক্রিয় ভূমিকা রাখছে। তারা চাইছে সংশোধিত দিকনির্দেশনা যেন জাহাজমালিকদের জন্য বাস্তবসম্মত সমাধান নিয়ে আসে। এ কারণে নিজেদের সদস্য ও সদস্য নয়-এমন সব জাহাজমালিককেই জরিপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিমকো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here