কোভিড-১৯ মহামারি বৈশ্বিক শিপিং খাতের অনেক কিছুতেই পরিবর্তন এনেছে। এই বৈশ্বিক দুর্যোগ খাত-সংশ্লিষ্টদের বিপুল লোকসানের কারণ হয়ে দাঁড়ালেও একে অনেকে এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছে। ভবিষ্যতে এ ধরনের সংকট কার্যকরভাবে এড়ানোর উপায়ও সন্ধান করছে অনেকে। করোনার এই ক্রান্তিকালে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিলও (বিমকো) নড়েচড়ে বসেছে। সংগঠনটি এখন তাদের নির্দেশনামালায় বর্ণিত সংক্রামক ব্যাধি-সংক্রান্ত ধারাগুলো পর্যালোচনা করে দেখছে। এসব ধারা কোভিড-১৯ মহামারির ক্ষেত্রে কার্যকর কিনা, তা খতিয়ে দেখছে তারা।

২০১৫ সালে ইবোলা সংক্রমণ শুরু হলে এই ধারাগুলো প্রণয়ন করে বিমকো। কিন্তু ইবোলা বৈশ্বিক মহামারি ছিল না। নির্দিষ্ট কিছু ভৌগোলিক অঞ্চলে এর প্রকোপ ছিল। এ কারণে সেই ধারা এখনকার বৈশ্বিক মহামারির জন্য উপযুক্ত কিনা, তা পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিমকো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here